ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অকটেন মজুদে আগুন ॥ নিহত এক

প্রকাশিত: ০৯:০১, ৩ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে অকটেন  মজুদে আগুন ॥  নিহত এক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে স্পিডবোট চালানোর জন্য মজুদ রাখা অকটেনে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাম জাবেদ (১৮)। পেশায় স্পিডবোট চালক। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ আবদুল লতিফের পুত্র। বুধবার রাত ১২টার দিকে পতেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জাবেদ পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন সাগরে ফারুকের মালিকানার স্পিডবোট চালাতেন। পতেঙ্গা সমুদ্রসৈকতে সায়মা শপিং সেন্টারের নিচতলায় ফারুক স্পিডবোট সার্ভিসেসের অফিস। এ অফিসেই ঘুমাতেন চালক জাবেদ। সেখানে স্পিডবোট চালানোর জন্য অকটেন মজুদ থাকে। বুধবার রাতে এতে আগুন লাগে। এ সময় ঘুমন্ত জাবেদ দগ্ধ হন। ফতুল্লায় চায়ের গোডাউন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লার কুতুবপুরের শান্তিধারা এলাকায় একটি ভবনের নিচতলায় ইস্পাহানি চায়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসে দু’টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টায় হায়দার তানভিরের মালিকানাধীন ভবনের নিচতলায়।
×