ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

থার্টিফাস্টে আতশ বাজি উৎসব

প্রকাশিত: ১৩:০৭, ১ জানুয়ারি ২০২০

থার্টিফাস্টে আতশ বাজি উৎসব

স্টাফ রিপোর্টার ॥ অফুরন্ত হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেল আরও একটি বছর। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় চিরতরে জমা হলো ২০১৯ সাল। মঙ্গলবার বছরের শেষ দিনের সূর্য অস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। রাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই বদলে গেল ঘরের কোনায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মাঝে এসে দাঁড়িয়েছে ইংরেজী নতুন বছর! স্বাগতম ২০২০! আর এই নতুন বছরকে স্বাগতম জানাতে যেন প্রস্তুত ছিল দেশের মানুষ। রাত বারোটা বাজার পরই রাজধানীর আকাশ যেন আলোয় আলোয় ভরে ওঠে। আর বাড়ির ছাদগুলোও পটকা আর আতশবাজির আলোতে যেন ঝলমল করে ওঠে। নিরাপত্তার কারণে রাস্তার মানুষ ছিল নিয়ন্ত্রিত। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব লক্ষ্য করা যায়। রাজধানীর পাড়ায় মহল্লায় যুবক, তরুণ-তরুণী ও শিশুরা এবার স্বতঃ¯ফূর্তভাবে ইংরেজী নববর্ষ উদ্্যাপনে আতশবাজি উৎসবে মেতে ওঠে। সবাই নতুন বছরকে বরণ করে নিতে নিজের বাসা বাড়ির ছাদ ও ঘরেই অনুষ্ঠান পালন করেছে। যা হোক নতুন এ বছর অফুরন্ত প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন বছরটি হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠুক সমগ্র দেশসহ সারাবিশ্ব। ২০২০ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।
×