ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার মালাকোটায় আটকা পড়েছে চার হাজার পর্যটক

নিয়ন্ত্রণের বাইরে আগুন

প্রকাশিত: ০৮:৪২, ১ জানুয়ারি ২০২০

নিয়ন্ত্রণের বাইরে আগুন

অস্ট্রেলিয়ার দাবানলে অন্তত চার হাজার মানুষ আটকা পড়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে চলমান দাবানলে হাজার হাজার মানুষ ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আরও বহু লোককে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার। দাবানলে মঙ্গলবার অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের সকালের আকাশ অন্ধকারে ছেয়ে যায়। খবর সিএনএনের। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মালাকোটায় অন্তত চারহাজার পর্যটক ছুটি কাটাতে গিয়ে আটকা পড়ে। ওই অঞ্চলে দাবানল ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সরকারী কর্মকর্তারা বলেন, মঙ্গলবার সকালে ভিক্টোরিয়ার ওই অঞ্চলের দাবানল আরও ভয়াবহ হয়ে উঠলে নিরাপদ সাইরেন বাজানো হয়। তবে স্থানীয় জনগণ ও পর্যটকরা বুঝতে না পেরে সমুদ্রের পাড়ে চলে যায়। কিন্তু ওই দিকেই দাবানল পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। মালাকোটা শহরের বাসিন্দা জেসন সেলমেস বলেন, আমাদের সহসাই বের হওয়ার কোন পথ নেই। মঙ্গলবার সকালে মালাকোটার আকাশ আগুনের হলুদ আভায় ছেয়ে যায়। ওই অঞ্চলে অভিজ্ঞ দমকলবাহিনীর তিনটি টিম কাজ করছে। পাশাপাশি সমুদ্র পাড়ে জরুরী মেডিক্যাল টিম স্থাপন করা হয়েছে। জেসন সেলমেস আরও বলেন, মালাকোটা ইতোমধ্যে দাবানলে আক্রান্ত হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করে যাওয়ায় দেশজুড়ে বিভিন্ন স্থানে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভিক্টোরিয়া রাজ্যে সোমবার দাবানল সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে। বাড়তে থাকা তাপমাত্রা, জোর বাতাস এবং বর্জ্যঝড় রাজ্যের পরিস্থিতি ভয়াবহ করে তোলে। ভিক্টোরিয়ার ইস্ট গিপসলান্ড থেকে প্রায় ৩০ হাজার অধিবাসী এবং ছুটি কাটাতে যাওয়া মানুষজনকে আগেই চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে আগুন এরই মধ্যে প্রধান সড়কগুলো গ্রাস করায় লোকজনের সেখান থেকে সরে যাওয়াও এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইস্ট গিপসল্যান্ডে তিনটি শহরের কাছে জ্বলছে আগুন। তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় সে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে। বাতাসের তোড়ে আগুন উপকূলের দিকে ছড়িয়ে পড়ছে এবং তা ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়াচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বেচ্ছাসেবী এক দমকলকর্মী নিউ সাউথ ওয়েলস রাজ্যে আগুনের সঙ্গে লড়াইয়ে মারা গেছে। এ নিয়ে অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলমান দাবানলে মোট ১০ জন মারা গেল। উত্তর মেলবোর্নে অধিবাসীরা আগুন থেকে বাঁচার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে। মেলবোর্নের ১৬ কিলোমিটার উত্তরে বনদুরায় আগুনে বাড়ি পুড়ে যাওয়া এবং মানুষ মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ পরিস্থিতিতে বাড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেয়াটাই নিরাপদ বলে পরামর্শ দিচ্ছেন ভিক্টোরিয়ার জরুরী সেবা কর্মকর্তারা। সোমবার ভিক্টোরিয়ায় চরম বিপদ ঘনিয়ে আসার পূর্বাভাস আগেই দিয়েছিল কর্তৃপক্ষ। রাজ্যজুড়ে আগুনের সর্বোচ্চ সতর্কতাও জারি করা হয়েছিল। গোটা অস্ট্রেলিয়াজুড়েই এখনও ১০০টির বেশি জায়গায় জ্বলছে আগুন। মালাকোটার দমকলবাহিনী প্রধান স্টিভ ওয়ারিংটন বলেন, মালাকোটোর আকাশ কুচকুচে কালো হয়ে গেছে। চারদিকে ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছে। এই এলাকার মানুষজন জীবনের ঝুঁকিতে রয়েছেন। তবে আমরা এদের উদ্ধারে সর্বাত্মক প্রস্তুতি চালাচ্ছি। আশা করি আমরা সফল হবো। তবে অনেক মানুষ এখনও জীবনের ঝুঁকি নিয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে না বলে মন্তব্য করেন স্টিভ ওয়ারিংটন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডেনিয়েল এ্যান্ড্রেস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, চারজন মানুষ বিপজ্জনক অবস্থায় আছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তবে লোকগুলো ঠিক কোন অঞ্চলে রয়েছে-তা জানাতে অপারগতা প্রকাশ করেন ডেনিয়েল এ্যান্ড্রেস। আবহাওয়াবিদরা বলছেন, প্রচ- গরম আবহাওয়া ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে শুষ্ক আবহাওয়া আগুন লাগতে সহায়ক হচ্ছে। এসব আগুন নেভাতে অস্ট্রেলিয়ার সরকার যুক্তরাষ্ট্র, কানাডা ও নিউজিল্যান্ড থেকে একদল চৌকস দমকলকর্মী নিয়ে গেছে। স্থানীয়দের সঙ্গে মিলে তারা নিয়ত কাজ করছেন।
×