ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইংরেজী নববর্ষ উপলক্ষে মাগুরায় ফুলচাষীদের ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৯:১৮, ৩০ ডিসেম্বর ২০১৯

 ইংরেজী নববর্ষ উপলক্ষে মাগুরায় ফুলচাষীদের ব্যাপক প্রস্তুতি

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ উপলক্ষে মাগুরায় ফুলচাষীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাগুরায় উৎপন্ন্ ফুল ঢাকায় পাঠানো হচ্ছে। ফলে চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জানা গেছে, মাগুরায় বাণিজ্যিকভাবে জারভেরা ও গ্লাডিউলাস, গাদা ফুলের চাষ করে সফলতার মুখ দেখছেন অনেকে। মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে প্রায় ৫ একর জমিতে গড়ে উঠেছে জারভেরা ও গ্লাডিউলাস ফুলের বাগান। তার মধ্যে ২ একরজুড়ে রয়েছে জারভেরা ফুল। এছাড়া শ্রীপুরে জারভেরা ও শিবরামপুরে গাদা ফুলের বাগান গড়ে উঠেছে। এই ফুল বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় অন্য চাষীরা এটির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ উপলক্ষে মাগুরায় ফুলচাষীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাগুরায় উৎপন্ন্ ফুল ঢাকায় পাঠানো হচ্ছে। ফলে চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জারভেরা ও গ্লাডিউলাস, গাদা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। পূর্বে স্থানীয়ভাবে এটির চাষ না হওয়ায় অন্য জেলা থেকে সংগ্রহ করতে হতো। সেক্ষেত্রে দাম পড়ত অনেক বেশি। বর্তমানে জেলায় এটির চাষ হওয়ায় দাম অনেকটা কমে এসেছে। বাণিজ্যিক ভিত্তিতে আরও চাষ বাড়ানো গেলে এটি আরও সহজলভ্য হবে। কৃষি বিভাগ জানিয়েছেন, মাগুরায় ফুল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যে কারণে তারা কৃষকদের প্রতিনিয়ত এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজী নববর্ষ উপলক্ষে ফুল বিক্রি করে চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
×