ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা মৌলিক নাট্যদলের ‘দেশ আমার মাটি আমার’ নাটকের তৃতীয় মঞ্চায়ন

প্রকাশিত: ১২:১৫, ২৯ ডিসেম্বর ২০১৯

ঢাকা মৌলিক নাট্যদলের ‘দেশ আমার মাটি আমার’ নাটকের তৃতীয় মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মৌলিক নাট্যদলের চতুর্থ প্রযোজনা ‘দেশ আমার মাটি আমার‘ নাটকের তৃতীয় মঞ্চায়ন হয়ে গেল সম্প্রতি। দলের মুখপত্র প্রকাশনা পাক্ষিক ‘মৌলিক বার্তা’ পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নাটকটির বিশেষ মঞ্চায়ন হয়। সাজু আহমেদ রচিত এবং নির্দেশিত ‘দেশ আমার মাটি আমার‘ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে তরু শাহরিয়ার স্বর্গ, রিয়াজ আহমেদ, সুমি, রায়হান রাব্বী রানা, আহমেদ সাজু। নাটকের পোশাক পরিকল্পনা জিএম স্পর্শ, কোরিওগ্রাফি ও শিল্প নির্দেশনা তরু শাহরিয়ার স্বর্গ। মঞ্চ ব্যবস্থাপনায় সাথী আহমেদ ও রায়হান রাব্বী রানা। নাটকের প্রযোজনা উপদেষ্টা রিয়াজ রনি। এদিকে দলের মুখপত্র প্রকাশনার বর্ষপূর্তির আয়োজনে নাটক মঞ্চায়ন ছাড়াও ছিল আলোচনা, গুণীজন সম্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মৌলিক পরিবারের প্রধান সাজু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, সহিদ রাহমান, অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, নাট্য ব্যক্তিত্ব স্মরণ সাহা, এইচ আর অনিক, সমাজকর্মী রাশেদুল ইসলাম রাশেদ, ডাঃ সোহেলী পারভীন মুক্তা, কবি শহিদুল ইসলাম নিরব, সংস্কৃতি কর্মী মোঃ সিজুল ইসলাম, আবৃত্তি শিল্পী তরুণ রাসেলসহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই দুটি দেশাত্মবোধক গানের সুর দোতারা বাদন করেন বিশিষ্ট শিল্পী সুমন শীল। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন তরু শাহরিয়ার স্বর্গ, আহসান হাবিব সকাল, প্রসেনজিত দে, খায়রুল বাশার, মোঃ শহীদুল্লাহ ও নিশি কাউসার। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, কবি শহীদুল ইসলাম নিরব, কবি নূরে জান্নাত। নৃত্য পরিবেশন করেন নূরে জান্নাত। অনুষ্ঠানে শিল্পীদের যন্ত্রে সহযোগিতা করেন কি-বোর্ডে নিউটন বৈরাগী, তবলায় ছিলেন পীযূষ রায়। নাট্যমঞ্চায়নের পর মৌলিক পরিবার উদ্যোগে গুণীজন সম্মাননা দেয়া হয়। সম্মাননা তুলে দেন নাট্যকার সহিদ রাহমান। এবার এ সম্মাননা পেয়েছেন কবি শহিদুল ইসলাম নিরব, নূরে জান্নাত, অভিনয়শিল্পী আহমেদ সাজু, সংস্কৃতিকর্মী মোঃ সিজুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাঃ সোহেলী পারভীন মুক্তা ও সাজু আহমেদ ।
×