ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষা

দুই প্রক্সি পরীক্ষার্থী আটক ॥ কারাদন্ড

প্রকাশিত: ০৯:৩৭, ২৮ ডিসেম্বর ২০১৯

 দুই প্রক্সি পরীক্ষার্থী  আটক ॥ কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ ডিসেম্বর ॥ জেলার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা চলাকালে আতিকুর রহমান ও লিটন চন্দ্র রায় নামের দ্ইুজন প্রার্থীর পক্ষে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় দুই ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। শুক্রবার সকালে শহরের সরকারী বালক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা চলাকালে এ দুই জনকে আটক করা হয় বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন। আটককৃতরা হলেন, দিনাজপুরের মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (২৯) ও রমেশ চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায়। উপজেলা নির্বাহী অফিসার জানান, পরীক্ষা চলাকালে এই দুইজনের আচরণে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের হাতে থাকা আইডি কার্ডের ছবির সঙ্গে কোন মিল না পাওয়া গেলে তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অর্থের বিনিময়ে আরেকজন প্রার্থীর পরীক্ষা দিতে আসে বলে স্বীকারোক্তি দেয়। এ সময় তাদের একজনকে এক মাসের ও অপরজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, শহরের কহরপাড়া গ্রামের আতাব উদ্দিনের ছেলে পরীক্ষার্থী রেজাউল করিমের পরিবর্তে আতিকুর রহমান ও বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুস সবুরের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল লিটন চন্দ্র রায়।
×