ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার দাবানল আরও বিপজ্জনক হতে পারে

প্রকাশিত: ০৮:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৯

 অস্ট্রেলিয়ার দাবানল আরও বিপজ্জনক হতে পারে

অস্ট্রেলিয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তীব্র তাপপ্রবাহ দেখা দেবে এবং এ উত্তপ্ত আবহাওয়ায় দেশের দাবানল পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা ব্যক্ত করেছে। সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়াসহ দাবানলে ক্ষতিগ্রস্ত কয়েকটি রাজ্যে শুক্রবার থেকে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসে (১০৪ ডিগ্রী ফারেনহাইট) পৌঁছচ্ছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১০০ টির বেশি দাবানল দেখা দিয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক ছিল সিডনির পশ্চিমাঞ্চলের দাবানল। অগ্নি নিয়ন্ত্রণ কর্মীরা বড়দিনে ঠান্ডা তাপমাত্রা বজায় রাখার জন্য ব্যবস্থা নিচ্ছেন এবং দাবানল এলাকাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটসিমোনস শুক্রবার বলেছেন। পরিস্থিতি আবারও খারাপের দিকে যাওয়ার আগে তা নিয়ন্ত্রণে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। অস্ট্রেলিয়ায় পরপর দু’দিন উচ্চতাপমাত্রা বয়ে যাওয়ার ঠিক এক সপ্তাহ পর তা আবারও দেখা দিচ্ছে। ১৯ ডিসেম্বর জাতীয় গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৯ সেলসিয়াস (১০৭ দশমিক ৪ ডিগ্রী ফারেনহাইট)। -বিবিসি
×