ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুয়েটের আরও তিন শিক্ষার্থী পরীক্ষার সুযোগ পেল

প্রকাশিত: ১২:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৯

 বুয়েটের আরও তিন  শিক্ষার্থী পরীক্ষার  সুযোগ পেল

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কার্যক্রমের বিভিন্ন টার্মে বহিষ্কার হওয়া আরও তিন শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই শিক্ষার্থীদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতের তিন ছাত্রের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাহফুজা বেগম। তিন শিক্ষার্থী হলেন- সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিরী ও প্লাবন চৌধুরী। চূড়ান্ত রুল শুনানির পর যদি তাদের আবেদন খারিজ হয়ে যায় তাহলে এ পরীক্ষার কোন মূল্য থাকবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ২৪ ডিসেম্বর একই আদালত আরও ১০ শিক্ষার্থীর বিষয়ে এমন আদেশ দিয়েছে। ওই ১০ শিক্ষার্থী হলেন মির্জা মোহাম্মদ গালিব, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মুস্তাসিম, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ, আনফালুর রহমান, অর্ণব চৌধুরী, নাহিদ আহমেদ, তানভীর হাসনাইন ও মোহিবাহ।
×