ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৯:৪২, ২৫ ডিসেম্বর ২০১৯

কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর ॥ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে অগ্নিকা-ে ১১ পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় ৯নং ওয়ার্ডের আলী মেম্বারের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে নগদ অর্থসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুনে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের শাহ আলম, শাহ জামাল, মোহাম্মদ নূর, শাহ নূর, আলাউদ্দিন, সালাউদ্দিন, জসিম উদ্দিন, আহমদ নবী, এয়াকুব, আবুল হোসেনসহ ১১ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন নবী ৯৯৯-এ ফোন করে অগ্নিকা-ের বিষয়টি অবহিত করলে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আবুল হোসেনের বেশি ক্ষতি হয়েছে। তাদের ঘরে থাকা নগদ ৮ লাখ টাকাসহ বসতঘরের মালামাল পুড়ে গেছে। অগ্নিকা-ের পর কর্ণফুলী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি সোলাইমান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন নবী মেম্বার প্রাথমিকভাবে ধারণা করছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকা-ের সূত্র হয়েছে। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
×