ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশে প্রবেশের অনুমতি পেল না মমতার প্রতিনিধি দল

প্রকাশিত: ১০:১০, ২৩ ডিসেম্বর ২০১৯

   উত্তর প্রদেশে প্রবেশের  অনুমতি পেল না  মমতার প্রতিনিধি দল

জনকণ্ঠ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাঠানো প্রতিনিধি দলকে প্রবেশের অনুমতি দিল না উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। লক্ষ্মৌ বিমানবন্দরে নামার পর প্রতিনিধি দলকে ঘিরে ধরে পুলিশ। এরপর বাসে তুলে রানওয়ের ওপরই একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় তাদের। পরে সেখানেই ধর্ণায় বসেন তৃণমূলের নেতারা। খবর আনন্দবাজার পত্রিকার। ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভের জেরে তিন চারদিন ধরে উত্তপ্ত উত্তর প্রদেশ। এমন সময় বাইরে থেকে রাজনীতিকরা এলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা যোগী সরকারের। তাই তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দরে আটকে দেয়া হয় বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে। সিএএ এবং এনআরসি নিয়ে বিক্ষোভের জেরে তিনদিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তর প্রদেশে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে দলীয় সদস্যদের একটি প্রতিনিধি দলকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জী।
×