ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় জড়িতদের ফাঁসি দাবি

প্রকাশিত: ০৯:২১, ২৩ ডিসেম্বর ২০১৯

 মাদারীপুরে ব্যবসায়ী  হত্যা মামলায়  জড়িতদের  ফাঁসি দাবি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ ডিসেম্বর ॥ মাদারীপুরে রবিরার সকাল ১০টার দিকে সোহেল হাওলাদার (৩২) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ফাঁসি ও অন্যদের কঠোর শাস্তির দাবিতে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা সোহেল হত্যাকা-ের সঙ্গে জড়িত রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের জামিন না দিয়ে মৃত্যুদ- প্রদান এবং অন্য আসামিদের গ্রেফতার করে অবিলম্বে কঠোর শাস্তির দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন সোহেলের ভাবি রিনা আহমেদ ও স্থানীয় কামাল হাওলাদার, মাসুদ হাওলাদার, মস্তফা হাওলাদার, হুমায়ন কবির প্রমুখ। উল্লেখ্য, চলতি বছর ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বাজিতপুরের পোল্ট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করে বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন। ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ তার সহযোগীরা পলাতক ছিল। এই ঘটনায় ১১ মে শনিবার রাতে নিহতের বড় ভাই বাবু হাওলাদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ ১০ জনকে আসামি করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×