ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৭, ১৫ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৪ ডিসেম্বর ॥ চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর পারভেজের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী শনিবার সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে আট কপাট, পাঁচ কপাট, মাইনুদ্দিন ঘাট, চর মানিকা, খেজুরগাছিয়া, চর কচ্ছপিয়া ও কুকরি-মুকরি এলাকা থেকে নিষিদ্ধ ২ লাখ মিটার কারেন্ট জাল এবং ২ লাখ মিটার চর ঘেরা জাল জব্দ করেছে। যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের উপস্থিতে জালগুলো কোস্টগার্ড অফিসের সামনে পোড়ানো হয়। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ ডিসেম্বর ॥ নওগাঁয় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ২ দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় নওগাঁ শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়াম্যান ইলিয়াস তুহিন রেজাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ইয়াবাসহ দম্পতি আটক সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৪ ডিসেম্বর ॥ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের উপজেলার মোগরাপাড়া হাবীবপুর মারীখালী ব্রিজ এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্ব কাউনিয়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে সাহেল কাজী ও তার স্ত্রী মোসাঃ সাবাহ আফরিন। র‌্যাব-১১ জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রী পরিচয়ে একটি প্রাইভেটকার যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নিয়ে আসে। এমন সংবাদে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে মোগরাপাড়া হাবীবপুর মারীখালী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার আটকের চেষ্টা করলে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি আটক করে ১২ হাজার পিচ ইয়াবা, নগদ ৬ হাজার টাকা, মোবাইল ফোনসহ এক দম্পতিকে আটক করে শনিবার সকালে সোনারগাঁ থানায় হস্তান্তর করেন।
×