ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনেতা শামীমের পথ চলা

প্রকাশিত: ১২:৩৮, ১০ ডিসেম্বর ২০১৯

অভিনেতা শামীমের পথ চলা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় অভিনেতা এম ডি শামীম। সমানতালে অভিনয় করছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। শামীম অভিনীত চলচ্চিত্র ‘প্রেমচোর’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে। এ জন্য অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন শামীম। উত্তম আকাশের ‘প্রেমচোর’ চলচ্চিত্রে শামীম কমেডি চরিত্রে অভিনয় করেছেন। তবে শামীম অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল এ আর রহমান পরিচালিত ‘এক পলকের দেখা’। তারপর মমতাজুর রহমান আকবরের ‘মাই নেম ইজ সিমি’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সর্বশেষ ‘প্রেমচোর’ চলচ্চিত্রে তার অভিনয়ে দর্শকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন তাতে অনেকটাই আনন্দিত শামীম। অসংখ্য নাটকেও অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এর মধ্যে ‘বিলাতি জামাই’, ‘বজলু ভিলেন’, ‘টম বউ’, ‘ছায়াবিবি’, ‘আদালত’, ‘পরান পাখি মোবাইল সেন্টার’, ‘আজব রঙ্গের মানুষ’, ‘মুশকিল আসান প্রাইভেট লিমিটেড’ প্রভৃতি। ‘স্মৃতির মিনার’, ‘ডাস্টবিন’ নামের ধারাবাহিক ও টেলিফিল্মগুলোতে অভিনয় করেছেন। এনটিভিতে ‘১৩ নাম্বার বোর্ডিং’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শামীম। অভিনয়ে শক্ত ভীত গড়ার স্বপ্নে বিভোর শামীম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ২০০৬ সালে ‘অন্যরকম’ নামের অনুষ্ঠানের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন শামীম। সেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন থিয়েটার, আর টিভি মিডিয়া এবং চলচ্চিত্রের কাজে বেশিরভাগ সময় কাটে এম ডি শামীমের। একাধিক নতুন চলচ্চিত্রে কাজও কাজ শুরু করেছেন। তার জন্য শুভ কামনা।
×