ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উপকূলে বাঁধ নির্মাণে বরাদ্দ বাড়ানোর দাবি

প্রকাশিত: ১১:৪৫, ৫ ডিসেম্বর ২০১৯

উপকূলে বাঁধ নির্মাণে বরাদ্দ বাড়ানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমুদ্রের লবণ পানির প্রবেশ ঠেকাতে উপকূলীয় এলাকার মানুষ ত্রাণের পরিবর্তে বাঁধ চায়। এ জন্য বাঁধ নির্মাণে বরাদ্দ বাড়ানোর দাবি। বঙ্গোপসাগর উপকূল অঞ্চলে জলবায়ু অভিযোজন সম্পর্কিত পঞ্চম উপ-আঞ্চলিক কর্মশালার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সমদ্র উপকূলীয় জেলাগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। লোনা পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে। সুপেয় পানির প্রচ- অভাব দেখা দিচ্ছে। মানুষের শরীরে বোগ ব্যাধি বাড়ছে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় বহু মানুষ কাজের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছে। বদলে যাচ্ছে তাদের পেশা। ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে সমুদ্র উপকূলীয় মানুষ বসবাস করছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বঙ্গোপসাগরীয় এলাকার দেশগুলো সম্মিলিতভাবে কাজ করতে পারে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার সরাসরি সম্পৃক্ত থাকলেও নেপাল ও ভুটানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত সেমিনারে উপস্থিত বক্তারা। বঙ্গোপসাগর উপকূল অঞ্চলে জলবায়ু অভিযোজন সম্পর্কিত পঞ্চম উপ-আঞ্চলিক কর্মশালার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিমের সমন্বয়ক প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এ সভায় আরও বক্তব্য রাখেন প্রিজম কলকাতার নির্বাহী পরিচালক ড. অনিরুদ্ধ দে, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু। সেমিনারে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের প্রোগ্রাম হেড সাইদ মাহমুদ রিয়াদ এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদের ফেলো তরফদার মোঃ আরিফুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ এনামুর রহমান আরও বলেন, সমুদ্র উপকূলীয় মানুষ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলেও তারা ত্রাণের পরিবর্তে বাঁধ চাচ্ছে যাতে লবণ পানি এলাকায় প্রবেশ করতে না পারে। তিনি বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে এবং প্রতিরোধে বিভিন্ন কার্য?ম গ্রহণ করছে। সভাপতির ভাষণে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একত্রে কাজ করতে পারে।
×