ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিগ্যান জানিয়েছে- কেউ একজন আদালত প্রাঙ্গণে দিয়েছে

প্রকাশিত: ১১:২৮, ৪ ডিসেম্বর ২০১৯

রিগ্যান জানিয়েছে- কেউ একজন আদালত প্রাঙ্গণে দিয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় মৃত্যুদ- সাজাপ্রাপ্ত আসামি জঙ্গী রাকিবুল হাসান ওরফে রিগ্যানকে আদালতে আনা-নেয়ার সময়ে তার মাথায় ইসলামিক স্টেটসের (আইএস) মনোগ্রাম সংবলিত টুপি পরে থাকার ঘটনার তদন্তে সামনে এসেছে অনেক প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত সংস্থা। মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রিগ্যানকে হাজির করা হলে আদালতের বিচারক মজিবুর রহমান প্রশ্ন করেন, এই টুপি কোথায় পেলে? আদালত প্রাঙ্গণে লোকজনের ভিড়ের মধ্যে কেউ একজন তাকে দিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন রাকিবুল হাসান ওরফে রিগ্যান (২২)। আদালতে থেকে কারাগারে নেয়ার পর আইএস টুপিটি গেল কোথায়? প্রশ্ন উঠেছে ভিড়ের মধ্যে এই টুপি তাকে দিয়েছে কে বা কারা? এই ঘটনার পর চাঞ্চল্যকর ও গুরত্বপূর্ণ আসামি জঙ্গীদের আদালতে আনা-নেয়ার সময়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গত ২৭ নবেম্বর গুলশান হলি আর্টিজান মামলার রায় ঘোষণার পর আসামি আদালতের ভেতরেই এই টুপি মাথায় দিয়েছে এবং খেলাফত প্রতিষ্ঠা হবে বলে স্লোগান দিয়েছে। এতে জঙ্গীদের আদালতে আনা-নেয়ার সময়ে সহযোগী জঙ্গীরা যে তাদের সঙ্গে যোগাযোগ করছে তার ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে আদালতে দুর্ধর্ষ জঙ্গীদের আদালতে আনা-নেয়ার সময়ে নিরাপত্তার প্রশ্নটি জড়িত। আদালতে আসামি জঙ্গীর মাথায় আইএস টুপি কিভাবে এল ঘটনার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও এই বিতর্কের অবসান ঘটেনি। বরং এই বিতর্ক আরও জোরদার করে কৌতূহল বাড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গুলশান হলি আর্টিজান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে আইএসের লোগো আঁকা টুপি পেল, সেটি আমি নিজেও জানতে চাই। কোনভাবেই জেলখানায় বন্দী আসামির বাইরে থেকে টুপি পাওয়ার কথা নয়। কিন্তু ওর হাতে টুপি গেল! এ বিষয়ে তদন্ত হচ্ছে, তদন্ত করেই আসল ঘটনা বলা যাবে।
×