ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগতদের হামলা ॥ আহত ১২

প্রকাশিত: ১২:৫৭, ১ ডিসেম্বর ২০১৯

 গাজীপুরে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগতদের হামলা ॥ আহত ১২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে বহিরাগতদের হামলায় এক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রীসহ ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত দুছাত্রকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলাকারীরা এ সময় ব্যাপক ভাঙচুর করে। শনিবার সন্ধ্যায় শহরের বঙ্গতাজ কমিউনিটি অডিটরিয়ামে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আই- টেইট)’র নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। অধ্যক্ষ শহীদুল ইসলাম ও আহতরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আই-টেইট)’র শিক্ষার্থীদের নবীণবরণ ও বিদায় অনুষ্ঠান শনিবার শহরের রথখোলা এলাকার বঙ্গতাজ কমিউনিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত এক যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে এক ছাত্র বাধা দেয়। এ নিয়ে অডিটরিয়ামের সামনে কলেজের দুছাত্রের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কলেজের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষক নাজমুল ওই দুছাত্রকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন এবং দুজনের মধ্যে মীমাংসা করে দেন। এ সময় কয়েক বহিরাগত যুবক ঘটনাস্থলে এসে এক ছাত্রের পক্ষ নিয়ে ওই শিক্ষককে মারধর করে। এ সময় অন্য শিক্ষার্থীরা ধাওয়া করে বহিরাগত একজনকে আটক করে, তবে অপরজন পালিয়ে যায়। এ ঘটনার কিছুসময় পর পালিয়ে যাওয়া ওই যুবকের নেতৃত্বে ১৭/১৮ বহিরাগত যুবক চাপাতি, ছোরা, রড ও লাঠিসোটা নিয়ে অডিটরিয়ামে আসে। তারা কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এ সময় বহিরাগতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং মারধর করতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছুটোছুটি করতে থাকে। এ ঘটনায় কলেজের গবর্নিং বডির সভাপতি ড. ইঞ্জিনিয়ার একেএম আবু রায়হান ও শিক্ষক নাজমুলসহ অন্ততঃ ১২ জন শিক্ষক-ছাত্র-ছাত্রী আহত হয়। হামলাকারীরা দরজা জানালার কাঁচ ও চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আহত মৃদুল (২০), সৌরভ হোসেন (১৭), সাকিব (১৮), রিমন (১৮) ও উম্মে হাফিজাকে (১৭) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে গুরুতর আহত মৃদুল ও সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×