ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:২৩, ১ ডিসেম্বর ২০১৯

 টুকরো খবর

শেয়ার বাজারকে চাঙ্গা করেছে বাণিজ্য চুক্তি শেয়ার সূচকের দিকে চোখ রাখছেন মুম্বাইয়ের ব্রোকারেজ হাউসের এক কর্মী। এই খবর বেরোতেই ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার সূচক বেড়েছে। ২৬ নবেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে সেনসেক্স (ভারতের প্রধান শেয়ার সূচক) ছিল ৪০ হাজার ৯৪৩ পয়েন্ট, যা তখনই আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ২১ পয়েন্ট বেশি। একই সময়ে নিফটি (ভারতের আরেকটি শেয়ার সূচক) ছিল ১২ হাজার ৮১ পয়েন্টে। এত দিন অনেকেই ভাবতেন, বাজার ৪০ হাজারের ওপরে থিতু থাকতে পারবে কি না। এবার তৈরি হলো তার নতুন লক্ষ্য, ৪১ হাজারের ঘরে পা রাখা। বেশ কিছুদিন ধরেই ভারতসহ এশিয়ার বাজার মার্কিন-চীন বাণিজ্য চুক্তির খবরের ভিত্তিতে ওঠানামা করছে। সন্দেহ নেই, এই চুক্তির ওপর অনেক কিছু নির্ভর করছে। বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতও নির্ভর করছে এই চুক্তির ওপর। ফলে চুক্তি সইয়ের অনুকূল পরিস্থিতি তৈরি হলে সেনসেক্স ও নিফটি দ্রুত উঠে যাচ্ছে। এ ক্ষেত্রে ভারতের প্রবৃদ্ধির শ্লথগতিও প্রভাব ফেলতে পারছে না। আবার বাণিজ্য চুক্তির ব্যাপারে নেতিবাচক কিছু শোনা গেলে সূচক তরতর করে পড়ে যাচ্ছে। চীনা সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুল্ক যুদ্ধের অবসানে বেইজিং ও ওয়াশিংটনের প্রথম চুক্তিটি সই হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। চীনা সরকারের ঘনিষ্ঠ বিশেষজ্ঞেরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শুল্ক চুক্তি নিয়ে কথা চালিয়ে যেতে বেইজিং দায়বদ্ধ, এটি প্রথম দফার চুক্তি সম্পন্ন করারই ইঙ্গিত। আন্তর্জাতিক শেয়ারবাজার মহলেরও আশা, আগামী মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি সই হবে, যে খবর বিশ্বজুড়েই বিভিন্ন শেয়ার বাজারকে চাঙ্গা করেছে। পাটপণ্যে বিদেশী বিনিয়োগ বহুমুখী পাটপণ্যের উৎপাদন বৃদ্ধিতে বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) মিলগুলোতে বহুমুখী পাটপণ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা হবে।’ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মন্ত্রী বলেছেন, বাজারে প্রচলিত পলিথিনের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে পাট থেকে সোনালি ব্যাগ উৎপাদনে সরকার কাজ করছে। প্রাথমিকভাবে এই ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে দাম সমন্বয় করা হবে। তিনি বলেন, বাজারে সোনালি ব্যাগের বিপুল চাহিদা সৃষ্টি হবে। এটি পরিবেশবান্ধব। চীনা রাষ্ট্রদূত বলেন, নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক জোরদার হচ্ছে। সে জন্য তারা বাংলাদেশের বস্ত্র ও পাট খাতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায়। ভারতের ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম ভারতের স্টার্টআপগুলোর মধ্যে চলতি বছরের সর্বোচ্চ বিনিয়োগ পেয়েছে ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম। ২৫ নবেম্বর পেটিএম দাবি করেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টি রাওয়ে প্রাইসের নেতৃত্বে বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে আলিবাবা, সফট ব্যাংক ও ডিসকভারি ক্যাপিটাল নতুন করে এই বিনিয়োগ করেছে। এর পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার। এশিয়া টাইমস সূত্রে এ খবর পাওয়া গেছে। পেটিএমের মূল কোম্পানি ওয়ান ৯৭-এর প্রধান নির্বাহী বিজয় শংকর বলেছেন, এ বিনিয়োগের মধ্যে চীনের আলিবাবার মূল কোম্পানি এ্যান্ট ফিন্যান্সিয়াল দিচ্ছে ৪০ কোটি এবং সফট ব্যাংক দিচ্ছে ২০ কোটি ডলার। আর্থিক সেবার পরিসর বাড়াতে আগামী তিন বছরে ১৪০ কোটি ডলার বিনিয়োগ আনতে চায় পেটিএম। ভারতের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে চায় তারা। এখন ভারত ৬০০টি জেলার দুই হাজার শহরে পেটিএম সেবা দিচ্ছে। কম দামের ফোনেও পরিচালনা করা যায় এমন সেবা ভারতের দূর-দূরান্ত পর্যন্ত নিয়ে যেতে চাইছে তারা। এক বিবৃতিতে তারা বলেছে, ভারতের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আগামী তিন বছরে তারা ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। এ বিনিয়োগের মধ্য দিয়ে পেটিএম এখন ভারতের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ। কোম্পানিটির নিরূপিত মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ কোটি ডলার। আগস্টে পেটিএমের কিছু কর্মী নিউইয়র্কভিত্তিক এক কোম্পানির কাছে শেয়ার বিক্রি করে দিলে তার মূল্যমান কমে দাঁড়ায় ১ হাজার ৫০০ কোটি ডলার। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথওয়ে কোম্পানি পেটিএমে ৩০ কোটি ডলার বিনিয়োগ করে। তখন তারা কোম্পানির মূল্য নিরূপণ করেছিল ১ হাজার কোটি ডলার। নতুন এ বিনিয়োগের মধ্য দিয়ে পেটিএমে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ৩৫০ কোটি ডলার।
×