ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পূর্ণ অধিকার দিয়েই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে ॥ পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ১৩:০০, ২৮ নভেম্বর ২০১৯

 পূর্ণ অধিকার দিয়েই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে ॥ পররাষ্ট্র সচিব

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধানের ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, পূর্ণ নাগরিক অধিকার দিয়েই তাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক গণ বক্তৃতায় তিনি বলেন, যেনতেন ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান নয়, পূর্ণ নাগরিক অধিকার দিয়েই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপেই তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া হতে হবে। খবর বিডিনিউজের। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস এ্যান্ড জাস্টিস আয়োজিত ‘জাস্টিস এ্যান্ড এ্যাকাউন্টিবিলিটি ফর রোহিঙ্গা’ শীর্ষক গণবক্তৃতা দেন পররাষ্ট্রসচিব। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। বিতাড়িত রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করে নিজ দেশে ফেরত পাঠাতে দেশটির ওপর অব্যাহতভাবে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, সমাধানের পথও তাদের বের করতে হবে; আর সেটা হতে হবে দ্রুতই। রোহিঙ্গা সঙ্কট সমাধানের গুরুত্ব তুলে ধরে শহিদুল হক বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। তবে এখন তাদের নিজ ঘরে ফেরার সময় এসেছে। আর এই কাজটি হতে হবে দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের মাধ্যমে।
×