ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নিরাপদ ঢাকা গড়তে ডিএনসিসির কর্মসূচী

প্রকাশিত: ১১:৪২, ২৭ নভেম্বর ২০১৯

নিরাপদ ঢাকা গড়তে ডিএনসিসির কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন-বান্ধব নিরাপদ ঢাকা গড়ে তুলতে আগামী ২৯ ও ৩০ নবেম্বর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে প্রথমবারের মতো সিক্সটিন ডেইজ এক্টিভিজম প্রোগ্রাম শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সবাই মিলে সবার ঢাকা ভিশনকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র অতিকুল ইসলাম। এবারের প্রতিপাদ্য ‘ধর্ষণের বিরুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে সোচ্চার হই সকলে’। মঙ্গলবার গুলশানে ডিএনসিসির নগর ভবনে সংস্থা কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মেয়র এ ঘোষণা দেন। এতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হক এমপি, শবনম জাহান এমপি, নাহিদ এজহার খান এমপি, শিউলি আজাদ এমপি, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, ডাঃ নুজহাত চৌধুরী, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মুমিনুল ইসলাম এবং এ্যাকশন এইড-এর নির্বাহী পরিচালক ফারাহ কবির উপস্থিত ছিলেন। মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর আমরা সবাই মিলে সবার ঢাকা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যার মূলকথা হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক ঢাকা গড়ে তোলা। এই শহরকে সকল মানুষের জন্য নিরাপদ ও বাস উপযোগী কওে তোলা। বিশেষ করে নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন-বান্ধব একটি শহর গড়ে তোলা আমাদের লক্ষ্য।
×