ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আইল বিহীন জমির ধান কাটা অনুষ্ঠানে তাজুল

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ নভেম্বর ২০১৯

বগুড়ায় আইল বিহীন জমির ধান কাটা অনুষ্ঠানে তাজুল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর সবুজ বিপ্লবের স্বপ্ন বাস্তায়নের প্রাথমিক কাজ শুরু হলো বগুড়া থেকে এমনটি জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জমির আইল উঠিয়ে বাড়তি ভূমিতে ফসল উৎপাদনে দেশ এগিয়ে যাবে। কৃষির যান্ত্রিকীকরণকে আরও আধুনিকায়নে সমবায়ের মাধ্যমে ট্রাক্টর চাষে অধিক ভূমি আবাদের আওতায় আনা হবে। মন্ত্রী মঙ্গলবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার চকপাথারিয়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) পরীক্ষামূলক প্রকল্প আইলবিহীন প্রায় ৬০ বিঘা জমির নতুন ধান কাটার উৎসবে অংশগ্রহণ করেন এবং আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান, বগুড়ার আরডিএর মহাপরিচালক আমিনুল ইসলাম, আরডিএর পরিচালক আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ। মন্ত্রী বলেন, আগামীতে প্রতিটি জেলায় সমবায়ের ভিত্তিতে এ ধরনের পাইলট প্রকল্প নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে। অনেক সময় বলা হয় কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। সমবায়ী ভিত্তির যান্ত্রিক আবাদে যে কৃষকের যে পরিমাণ ভূমি চাষ হবে সেই ভূমির ফসল সে পাবে। যৌথভাবে উৎপাদনে সম্পূর্ণ যান্ত্রিক চাষাবাদে উৎপাদন খরচ অনেক কমবে। প্রয়োজনে সরকার উৎপাদিত ফসল ন্যায্য দামে কিনবে।
×