ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের পেঁয়াজ আনলে দোষ নেই, আমরা কথা বললে দোষ ॥ মির্জা আব্বাস

প্রকাশিত: ১১:৫১, ২৪ নভেম্বর ২০১৯

পাকিস্তানের পেঁয়াজ আনলে দোষ নেই, আমরা কথা বললে দোষ ॥ মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ পাকিস্তান থেকে পেঁয়াজ আনলে কোন দোষ নেই, আমরা কথা বললেই দোষ হয়ে যায়। এ দেশে জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রসহ বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিল বলেই আজ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ লুটপাটের এমন কায়দা-কৌশল জানে যা শয়ং আল্লাহপাক নিজেও জানে না। শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস আরও বলেন, কথা বলা আর শোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই সরকারকে হটানো যাবে না। ভূত তাড়াতে হলে শষ্যে লাগবে। বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। গড়াভাঙ্গা নদীতে হাসানপুর সেতু উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ নবেম্বর ॥ করিমগঞ্জের চামড়াঘাট ও বালিখলা হয়ে চং-নোয়াগাঁও থেকে মিঠামইন সড়কে গোপদিঘী হাসানপুর দৃষ্টিনন্দন সেতুর উদ্বোধন করা হয়েছে। গড়াভাঙ্গা নদীর ওপর ১৫৬.৭২ মিটার দীর্ঘ এই সেতুটি ২৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। শনিবার দুপুরে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলমের সভাপতিত্বে এ সময় মিঠামইনের সহকারী কমিশনার (ভূমি) আলী নূর খান, থানার ওসি জাকির রব্বানী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অন্যানরা উপস্থিত ছিলেন।
×