ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পিতাকে কুপিয়ে জখম ॥ পুত্র গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩১, ২৩ নভেম্বর ২০১৯

 পিতাকে কুপিয়ে জখম ॥ পুত্র গ্রেফতার

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২২ নবেম্বর ॥ জমি লিখে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ স্কুল শিক্ষক পিতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন পিতা আব্দুল জব্বার (৭০)। পুলিশ পুত্র তরিকুলকে আটকের পর জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুশুলী ইউনিয়নের লতিফপুর গ্রামে। জানা গেছে, আহত আব্দুল জব্বার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার দুই পুত্র ও চার কন্যা। ছোট পুত্র চাকরির সুবাদে এলাকার বাইরে ও বড় পুত্র তরিকুল ইসলাম গ্রামেই বসবাস করছেন। আব্দুল জব্বার জানান, ছয়মাস আগে তার বড় পুত্র তরিকুল ইসলাম তার প্রাপ্য জমির অংশ লিখে দিতে হুমকি দেয়। দিতে না চাইলে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। পরে মঙ্গলবার পুত্র তরিকুল ফের জমি লিখে দেয়ার জন্য চাপ দেয়। এতে তিনি সারা না দিলে পেছন দিক থেকে আক্রমণ করে কিলঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে একটি দা দিয়ে কোপ দিলে ডান হাতের কব্জির নিচে গুরুতর জখম হয়।
×