ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দুই পেট্রোল পাম্পের তেল বিক্রি বন্ধ

প্রকাশিত: ১১:৪১, ২০ নভেম্বর ২০১৯

দুই পেট্রোল পাম্পের তেল বিক্রি বন্ধ

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি পেট্রোল পাম্প দুটির তেল বিক্রি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিকে উক্ত প্রতিষ্ঠান দুটিকে তেল সরবরাহ বন্ধের জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৭ নবেম্বর ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকার মেসার্স ফাতেমা নাজ ফিলিং স্টেশন এবং ধামরাই এলাকার মেসার্স বোরাক ফিলিং স্টেশন এ্যান্ড সার্ভিস সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। ১৮ নবেম্বর ঢাকার ধামরাই উপজেলার মেসার্স বোরাক ফিলিং স্টেশন এ্যান্ড সার্ভিস সেন্টার ৬টি ডিসপেন্সিং ইউনিট দিয়ে তেল কম প্রদান করায় উক্ত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধেও আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×