ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নের কারিগর শেখ হাসিনা ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:০১, ১৭ নভেম্বর ২০১৯

দেশের উন্নয়নের কারিগর শেখ হাসিনা ॥ অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৬ নবেম্বর ॥ মির্জাপুরে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী এবং দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী ও রণদার জন্মজয়ন্তীকে ঘিরে শুক্রবার কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং স্কুল এ্যান্ড কলেজ ও ভারতেশ্বরী হোমসকে নতুন রূপে-সাজে সাজানো হয়। অন্যদিকে দিবস উপলক্ষে কুমুদিনী হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডের প্রবেশপথ ডাক্তার ও নার্সরা ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে তোলেন। এছাড়া ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় ভারতেশ্বরী হোমস মাঠে আলোচনা সভা ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভারতেশ্বরী মেয়েদের মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠানের পর হোমস ক্যাম্পাসের সকল বাতি হঠাৎ নিভে যায়। এরপর মাঠের মাঝখানে অশিক্ষার অন্ধকার দূর করতে একে একে চার নারী শিক্ষার্থীর হাতে চারটি মশাল জ্বলে ওঠে। মশাল চারটি ধীরে ধীরে চারকোণে দাঁড়ায়। এই মশাল থেকে হোমসের শত শত শিক্ষার্থীসহ উপস্থিত সকল সুধী দর্শকের হাতে থাকা মোমবাতি প্রজ্বলিত হয়ে আলোকিত হয়ে উঠল অনুষ্ঠানস্থল। এ সময় প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যারা মানুষের কল্যাণে কাজ করেন তারা খালি হাতে আসেন, আবার খালি হাতে ফিরে যান। তেমনি একজন মানুষ ছিলেন দানবীর রণদা প্রসাদ সাহা। তার কাজগুলো আমাদের প্রেরণার উৎস। যাদের দেশপ্রেম আছে তারা পৃথিবী থেকে চলে গেলেও কর্ম থেকে যায়। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের কারিগর এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তিনি বাঙালী জাতিকে নতুন এক আশা দেখিয়েছেন বাংলাদেশকে একটি উন্নত দেশে উন্নীত করার। যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, যার মাধ্যমে স্বাধীনতাযুদ্ধ চলাকালে বিশিষ্ট দানবীর এই রণদা প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে, জঙ্গীবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচারসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তার হাত ধরেই। এর আগে বিকেলে মন্ত্রী কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজ, ইউমেন্স মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
×