ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধোঁয়ার চাদরে ঢাকছে দিল্লী, উদ্বিগ্ন প্রশাসন

প্রকাশিত: ০৯:১১, ১৪ নভেম্বর ২০১৯

 ধোঁয়ার চাদরে  ঢাকছে দিল্লী, উদ্বিগ্ন প্রশাসন

ভারতের রাজধানী দিল্লীতে বুধবার সকালে দিল্লীর দূষণ সূচক কিছু কিছু জায়গায় ৫০০ পেরিয়ে গেছে। দিল্লীর লোধি রোড এলাকায় বুধবার সকালে পিএম ২.৫ ছিল ৫০০ ও পিএম ১০ ছিল ৪৯৭। একই অবস্থা শহরের অন্য এলাকাতেও। নয়ডাতে দূষণ সূচক ছিল ৪৭২। গ্রেটার নয়ডার দূষণ সূচক ৪৫৮। ফরিদাবাদে কিছুটা কম, ৪৪১। ইন্ডিয়া টুডে সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং এ্যান্ড রিসার্চ-এর তরফে জানানো হয়েছে আগামী দু’দিন দূষণের মাত্রা এরকমই থাকবে। তারপর থেকে ফের দূষণ কিছুটা কমতে পারে। এর মধ্যে দিল্লীতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিন্তু হাওয়ার গতিবেগ কিছুটা বাড়লে দূষণের পরিমাণ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। তবে কমলেও দূষণের মাত্রা ‘পুওর ক্যাটাগরি’ থাকবে বলেই জানাচ্ছে এই সংস্থা। এর একটা অন্যতম কারণ হলো পাশের হরিয়ানা ও পাঞ্জাব থেকে ফসল কাটা। এই সময়েই এই দুই রাজ্যে ফসল কাটা হয়। বাকিটা জ্বালিয়ে দেয়া হয়। এই ফসলের অংশ ও আগুন জ্বালিয়ে দেয়ার ধোঁয়া দুইই হাওয়ার ফলে দিল্লীর দিকেই আসে। তার সঙ্গে শহরের নিজস্ব দূষণ তো আছেই। সব মিলিয়ে সাংঘাতিক দূষণের কবলে পড়ে দিল্লী। এই পরিস্থিতির মোকাবেলা কী ভাবে সম্ভব তাই নিয়ে চিন্তায় অরবিন্দ কেজরিওয়াল সরকার। তারা ইতোমধ্যেই শহরে ফের জোড়-বিজোড় নীতিতে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে। তাছাড়া মাঝেমধ্যেই ট্যাঙ্কারে করে বিভিন্ন এলাকায় জল ছিটানো হচ্ছে। কিন্তু কিছুতেই দূষণ কমছে না। সরকারের তরফে মাস্কও বিলি করা হচ্ছে। যতদিন না পরিস্থিতির উন্নতি হয় ততদিন প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে জনসাধারণকে।
×