ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে নির্বাচনের আগে সাইবার হামলার শিকার লেবার পার্টি

প্রকাশিত: ০৯:১০, ১৪ নভেম্বর ২০১৯

 ব্রিটেনে নির্বাচনের  আগে সাইবার  হামলার শিকার  লেবার পার্টি

যুক্তরাজ্যে ১২ ডিসেম্বর নির্বাচনের আগে বিরোধী দল লেবার পার্টি তাদের ডিজিটাল প্লাটফর্মে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। মঙ্গলবার লেবার পার্টি একথা জানিয়েছে। তবে এ সাইবার হামলায় তাদের কোন তথ্য চুরি যায়নি বলে আস্থাও প্রকাশ করেছে দলটি। রয়টার্স। রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাজ্যে ১২ ডিসেম্বরের নির্বাচন ব্যাহত করতে সাইবার হামলা কিংবা বিতর্কিত রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল নিতে পারে। লেবার পার্টির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা লেবার ডিজিটাল প্লাটফর্মে খুব সূক্ষ্ম এবং ব্যাপক-মাত্রার সাইবার হামলা হওয়ার বিষয়টি টের পেয়েছি। সঙ্গে সঙ্গেই আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং আমাদের সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার কারণে এ হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া গেছে।’ পার্টির কয়েকটি ওয়েবসাইটে স্বল্প সময়ের জন্য এ সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। ঘটনাটি জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন লেবার পার্টির এক মুখপাত্র। এ হামলার কারণে দলের প্রচারাভিযানের গতি ধীর হয়ে পড়েছিল। তবে মঙ্গলবার আবার তা ঠিক হয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি।
×