ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচদিন ধরে খোলা মাঠে নির্যাতনের শিকার গৃহবধূ

প্রকাশিত: ১২:০৬, ১৩ নভেম্বর ২০১৯

পাঁচদিন ধরে খোলা মাঠে নির্যাতনের শিকার গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ নবেম্বর ॥ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুড়ীপাড়া গ্রামে প্রভাবশালী এক মহড়ার (মুহুরি) কাছে নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ গত পাঁচদিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। আইনের আশ্রয় নেয়াই যেন তার অপরাধ- এমটাই মনে করছেন নির্যাতিত ওই নারীর পরিবার। নির্যাতিত ওই নারী অভিযোগ করে বলেন, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুড়ীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের সঙ্গে ১৮বছর আগে বিয়ে হয়। তার স্বামী একজন সরকারী চাকরিজীবী। সে নিজেও একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। যা কোনদিনই শ্বশুরবাড়ির লোকজন ভালভাবে মেনে নিতে পারেননি। এ নিয়ে সংসারে চলছিল অশান্তি। শত নির্যাতন সহ্য করেও দীর্ঘ ১৮ বছর কাটিয়ে দেন তিনি। তার দুই ছেলে। বড় ছেলের বয়স ১৭ ও ছোট ছেলের বয়স ১৪। স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে পরিশেষে আইনের আশ্রয় নেন। এতে স্বামী কিছুদিন হাজতবাস করেন। ফলে অশান্তি আরও দ্বিগুণ হয়। ওই নারী কেঁদে কেঁদে বলেন, আইনের আশ্রয় নেয়া কি আমার অপরাধ? এক পর্যায়ে তাদের বিয়েবিচ্ছেদ ঘটে এবং মামলা থেকে রক্ষা পেতে তার স্বামী তার সঙ্গে সমঝোতা করে। মুসলিম রীতিনীতি অনুযায়ী তিনি পুনরায় বিয়ে করেন। যার প্রেক্ষিতে একটি মামলাও নিষ্পত্তি হয়। গত শুক্রবার দেলোয়ার তার পূর্বের বউকে নিজ বাড়িতে নিয়ে গেলে পরিবারের লোকজন তাকে মারপিট করে। দেলোয়ারের বড় ভাই হাফিজুর রহমান মহড়া ঘরের দরজায় তালা দিয়ে তাকে মারপিট করে বাইরে বের করে দেয়। এর পর ওই গৃহবধূকে স্বামীর বাড়িতে ঢুকতে না দেয়ায় তিনি পাঁচদিন ধরে স্বামীর বাড়ির সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। পাড়াপ্রতিবেশীরা তাকে খাবার সরবরাহ করছেন। এ প্রসঙ্গে দেলোয়ারের ভাই হাফিজুর রহমানের (মহড়া) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাগান্বিত হয়ে বলেন, বিষয়টি জেলা আওয়ামী লীগের এক ক্ষমতাসীন নেতা দেখছেন। আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইনের মাধ্যমে তা সমাধান হবে। এ প্রসঙ্গে সদর থানার ওসি অপারেশ গোলাম মর্তুজা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×