ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আজকের মধ্যে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হতে পারে

প্রকাশিত: ১১:১০, ১২ নভেম্বর ২০১৯

আজকের মধ্যে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুত ব্যবস্থা আজ মঙ্গলবারের মধ্যে পুরোপুরি ঠিক হতে পারে বলে জানা গেছে। ঝড়ে সব থেকে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ ১৮ কোটি ৩৮ লাখ টাকা। তবে এই ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে বিদ্যুত বিভাগের পৃথক প্রতিবেদনে দুই প্রতিষ্ঠানের তরফ থেকে এ খবর জানানো হয়েছে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, ঝড়ে বরিশাল-মাদারীপুর ১৩২ কোভি এবং বাগেরহাট-ভা-ারিয়া ১৩২ কেভি সঞ্চালন লাইন দুটির ওপর গাছ পড়ে ট্রিপ করায় বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলা পুরোপুরি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের পরও বৃষ্টিপাত এবং তীব্র ঝড়ো বাতাসের কারণে লাইন ঠিক করা সম্ভব হয়নি। তবে রবিবার বিকেল তিনটের পর থেকে কাজ শুরু করার পর সোমবার সকালে ১০টা নাগাদ লাইন দুটি আবার চালু হওয়াতে ওই তিন জেলায় আবার বিদ্যুত সঞ্চালন শুরু হয়। দেশের আর কোন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়নি বলে পিজিসিবির তরফ থেকে জানানো হয়েছে। আরইবি বলছে বিকেল তিনটা নাগাদ দেশের সব উপজেলা সদরে বিদ্যুত সরবরাহ শুরু করা হয়েছে। তবে বিকেল চারটা পর্যন্ত ৪৭ হাজার কিলোমিটার লাইনে বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। এতে করে ২০ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। আরইবির কর্মকর্তাদের ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে কর্মকা- তদারকির জন্য পাঠানো হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল তদারকির দায়িত্বে থাকা আরইবির একজন প্রকৌশলী জানান, সোমবার রাত ১০টা নাগাদ তারা ৩৭ হাজার কিলোমিটার লাইন চালু করতে পারবেন। তবে অবশিষ্ট ১০ হাজার কিলোমিটাল লাইন চালু করতে তাদের মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ১০ হাজার কিলোমিটার লাইনে অন্তত ৭ লাখ গ্রাহক রয়েছেন। তিনি জানান, রবিবার সকালেই তারা মাঠে নামে। কিন্তু ওইদিন রাস্তায় গাছ পড়ে থাকার পাশাপাশি বৃষ্টিপাতের কারণে তারা বিকেলের আগে কাজ শুরু করতে পারেনি। এদিকে আরইবির তরফ থেকে বিদ্যুত বিভাগে দেয়া এক প্রতিবেদনে রবিবার বিকেলে জানানো হয়েছে, বুলবুলের প্রভাবে তাদের ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঝড়ে বিভিন্ন পল্লী বিদ্যুত সমিতির দুই হাজার পোল পড়ে যায়। ঝড়ের পর ৯৩ হাজার কিলোমিটার লাইন বন্ধ করে দেয় আরইবি।
×