ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:১৭, ৮ নভেম্বর ২০১৯

 রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এরপর তারা আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রধান মি. স্টিভ তাদের সঙ্গে ছিলেন। এর আগে একইদিন সকালে তারা বিমানবন্দরে পৌঁছলে কক্সবাজারের উর্ধতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। তারা কক্সবাজারে জেলা প্রশাসন, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিক বেসরকারী সংস্থাগুলোর (আইএনজিও) সঙ্গেও বৈঠকে মিলিত হবেন বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সূত্রমতে, ইউএস এইডের ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে একটি টিম তাদের সঙ্গে রয়েছে।
×