ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ ॥ নয়াদিল্লীতে পুলিশের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০৮, ৬ নভেম্বর ২০১৯

আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ ॥ নয়াদিল্লীতে পুলিশের বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত পুলিশ সদর দফতরে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পুলিশ। মঙ্গলবার টুইট বার্তায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এই বিক্ষোভে সমর্থন জানিয়ে বলেছে, পুলিশ সদস্যদের এই বিক্ষোভে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সমর্থন রয়েছে। এনডিটিভি। শনিবার নয়াদিল্লীর তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়। এতে ২০ জন পুলিশ ও ৮ জন আইনজীবী আহত হন। ভাঙচুর করা হয় কমপক্ষে ২০টি গাড়ি। এর প্রতিবাদে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লীতে সদর দফতরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। নয়াদিল্লীতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস টুইট করেছে। এতে বলা হয়েছে, সারাদেশের পুলিশ কর্মকর্তারা দিল্লীর বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানাচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। টুইটে আরও বলা হয়েছে, পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাক্সিক্ষত। সরকারী সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। রাজনৈতিক সংলাপ চান পাকিস্তানের স্পীকার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। যার অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদের বিভিন্ন সড়কে এরই মধ্যে অবস্থান নিয়ে আছেন হাজার হাজার বিক্ষোভকারী। এদিকে পার্লামেন্টের স্পীকার সকল রাজনৈতিক দলকে একত্রে জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। যদিও সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য সব দাবি মেনে নিয়ে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে। অপরদিকে পাক সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে পুনরায় সরকারের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। -ডন
×