ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকার দুই সিটি ও চট্টগ্রামের নির্বাচন যথাসময়ে ॥ তাজুল

প্রকাশিত: ১০:৫৯, ৪ নভেম্বর ২০১৯

 ঢাকার দুই সিটি ও চট্টগ্রামের নির্বাচন যথাসময়ে ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের অন্য সিটির নির্বাচনও যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, সব নির্বাচনই যথাসময়ে করতে সরকার বদ্ধপরিকর। রবিবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে চীনা রাষ্ট্রদূত কিছু বলেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারাও চায় মিয়ানমারের সঙ্গে বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হোক। তারা চায়, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক অক্ষুণ্ণ রেখেই রোহিঙ্গা সমস্যার সমাধান হোক। আমরাও সেটা চাই। বাংলাদেশ-চীন যৌথ অর্থায়নে ৩৫টি প্রকল্প বাস্তবায়নাধীন, কিন্তু চীন সরকার সময় মতো অর্থছাড় না দেয়ায় অনেক প্রকল্প আটকে আছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, যে প্রকল্পগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, সেগুলো নিয়ে আলোচনা করিনি। তবে আমার মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলো পেনডিং রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো তারা দ্রুত নিষ্পত্তির অঙ্গীকার করেছেন।
×