ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএস ও বাগদাদি যুক্তরাষ্ট্রেরই তৈরি ॥ ল্যাভরভ

প্রকাশিত: ০৮:৩৮, ৪ নভেম্বর ২০১৯

 আইএস ও বাগদাদি  যুক্তরাষ্ট্রেরই তৈরি ॥  ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘আইএস ও বাগদাদি আমেরিকারই তৈরি।’ জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়ার মন্ত্রী ওই মন্তব্য করেন। সিএনএন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, ‘মার্কিন সেনাবাহিনীর রাতভর অভিযানের সময় সিরিয়ায় আল বাগদাদির মৃত্যু হয়েছে।’ ২৬ অক্টোবর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার বাগদাদির আস্তনায় মার্কিন বাহিনীর অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। ওই ঘটনার পর গত শুক্রবার বিষয়টি নিয়ে প্রথমবারের মতো বিবৃতি দিল রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আরও বলেছেন, ‘শীর্ষ সন্ত্রাসী বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকে তাহলে বলতে হবে আমেরিকা নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।’ আবু বকর আল বাগদাদি ইরাকের আবু গোরাইব জেলখানায় আটক ছিলেন। ২০০৯ সালে ওয়াশিংটন ওই জেলখানা থেকে বাগদাদিকে ছেড়ে দেয়। পরে তারই নেতৃত্বে আইএস গঠিত হয়।
×