ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৃত বাবাকে নিয়মিত মেসেজ

প্রকাশিত: ০৯:৫০, ২ নভেম্বর ২০১৯

 মৃত বাবাকে নিয়মিত মেসেজ

দক্ষিণ আমেরিকার আরাকানসাস এলাকার চেস্টিটি প্যাটারসন (৩৪) তার বাবাকে হারিয়েছেন ৪ বছর আগে। তারপর একদিনের জন্যও বাবাকে ভুলে থাকতে পারেননি তিনি। সেজন্য নিয়মিতই বাবার মোবাইলে মেসেজ পাঠাতেন। বাবার কাছ থেকে কোন উত্তর আসবে না সেটা জেনেও মেসেজ পাঠাতে তার ভুল হতো না কখনোই। হঠাৎ চারবছর পর বাবার ফোন থেকে চেস্টিটির কাছে একটি মেসেজ আসে। তাতে তিনি জানতে পারেন মেয়ে হারানো এক পিতার বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে তার মেসেজগুলো। প্রতিদিনের মতো সেদিনও বাবার পুরনো নাম্বারে মেসেজ করেন। সেখানে তিনি লেখেন, হ্যালো বাবা, আমি তোমার মেয়ে চেস্টিটি। আগামীকালের দিনটা আবারও আমার জন্য কঠিন এক দিন হতে যাচ্ছে। যে কথা কাউকে বলতে পারেননি, যে যন্ত্রণা কারও সঙ্গে ভাগ করে নিতে পারেননি, সব যন্ত্রণার কথাই তিনি লিখতেন বাবাকে। যেদিন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে উঠেছিলেন চেস্টিটি সেদিন তার বাবার উদ্দেশে লেখা অনেক বড় হয়ে ওঠে। সে কারণেই সেদিন তিনি মেসেজ লিখলেও চেস্টিটি তা থেকে ফিরতি উত্তর আশা করেননি। অপ্রত্যাশিতভাবে সেবার বাবার নাম্বার থেকে একটা উত্তর এল। কেউ একজন লিখেছেন, হ্যালো মিষ্টি মেয়ে, আমি তোমার বাবা নই। কিন্তু গত চার বছর ধরে আমি তোমার মেসেজ পাচ্ছি। প্রতিদিন সকালে আর রাতে আমি তোমার মেসেজের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। আমার নাম ব্র্যাড। ২০১৪ সালে একটি গাড়ি দুর্ঘটনায় আমি আমার মেয়েকে হারিয়েছি। তোমার মেসেজই আমাকে বেঁচে থাকতে সাহায্য করেছে। যখনই তোমার মেসেজ পাই, মনে হয়, ঈশ্বরের কাছ থেকে এ মেসেজ এসেছে। গত কয়েক বছর ধরে তোমার কথা আমি শুনছি, তোমার বেড়ে ওঠা দেখতে পাচ্ছি। অনেকবার ভেবেছি তোমার মেসেজের উত্তর দেব। তোমাকে কষ্ট দিতে চাইনি। তাই উত্তর দেইনি। মেসেজে ব্র্যাড তার মৃত মেয়ের সঙ্গে তুলনা করে চেস্টিটিকে ‘দেবদূত’ বলে উল্লেখ করেন। - মেল
×