ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটিতে মাদকবিরোধী সভা

প্রকাশিত: ০৮:১৪, ২ নভেম্বর ২০১৯

 ইস্টার্ন ভার্সিটিতে মাদকবিরোধী  সভা

‘মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়’, ‘মাদককে না বলি, সুস্থ সবল দেশ গড়ি’- এ ধরনের স্লোগান নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটির মুট কোর্ট কক্ষে ‘মাদকমুক্ত সুস্থ জীবন’ শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও এশিয়ান টিভি। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশনের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি দাশ। তিনি বলেন, শুধু মাদক নয়, যেকোন আসক্তি বা নেশাই জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি মোঃ গোলাম রউফ খান। -বিজ্ঞপ্তি
×