ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কৃষক লীগ করতে হলে কৃষকের প্রতি দরদ থাকতে হবে ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ১০:৫০, ৩১ অক্টোবর ২০১৯

 কৃষক লীগ করতে হলে কৃষকের প্রতি দরদ থাকতে হবে ॥ ড. রাজ্জাক

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষকের কল্যাণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে অবিচল নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করা কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। কৃষিতে আমাদের এখনও অনেক কিছু করতে হবে। কৃষক লীগ করতে হলে কৃষকের প্রতি দরদ থাকতে হবে, কৃষিকে ভালবাসতে হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। কৃষক লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক সামসুল হক রেজা প্রমুখ। কৃষিমন্ত্রী বলেন, যারা ক্যাসিনোর মাধ্যমে রাতারাতি বড় লোক হতে চায়, যারা মাদক বিক্রি করে, মাদক পাচার করে, যেসব সরকারী কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করে, আমি তাদের অনুরোধ করব, আপনারা দুর্নীতি দুর্বৃত্তায়নের পথ বন্ধ করে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেন। তাহলে গ্রেফতার হতে হবে না, সামাজিক মর্যাদাও বাড়বে। তিনি বলেন, আজকে যারা ক্যাসিনো অভিযোগে অভিযুক্ত, তারা যদি ক্যাসিনো না করে কৃষি কাজ করত তাহলে তাদের সামাজিক মর্যাদা বাড়ত। ড. আবদুর রাজ্জাক আরও বলেন, কৃষি একটি মর্যাদাপূর্ণ পেশা। এই পেশার সম্ভাবনা আরও বাড়বে। তাই দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কৃষি ও কৃষকের পাশে দাঁড়াতে কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে। কৃষিতে ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেভাবেই হোক কৃষিতে আরও সাফল্য আনতে হবে। তিনি বলেন, কৃষির আধুনিকায়ন তথা যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ এবং বাজারজাতই কৃষির উন্নয়ন অগ্রযাত্রার নিয়ামক। সরকারের কৃষিবান্ধব নীতির জন্য কৃষিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আরও উন্নতি ঘটানোর জন্য পুরোপুরি যান্ত্রিকীকরণের পরিকল্পনা নেয়া হয়েছে।
×