ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শ্বশুর-শাশুড়িকে নির্যাতন ॥ পুত্রবধূর কারাদন্ড

প্রকাশিত: ০৯:৪৩, ৩১ অক্টোবর ২০১৯

 শ্বশুর-শাশুড়িকে নির্যাতন ॥ পুত্রবধূর কারাদন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে ভরণ-পোষণের খরচ না দেয়া, খাবার না দেয়া, ঘর থেকে নামিয়ে দেয়া ও মারধর করার ঘটনায় জেলার আগৈলঝাড়ায় এক গৃহবধূকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার সকালে দন্ডপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত হলো আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা খোকন বৈরাগীর স্ত্রী মনিকা রানী। উপজেলা নির্বাহী অফিসার জানান, দন্ডপ্রাাপ্ত মনিকা তার শ্বশুর ও শাশুড়ির ভরণ-পোষণের খরচ না দিয়ে আলাদা খাবারের ব্যবস্থা করে। এছাড়া মনিকার বিরুদ্ধে তার শ্বশুর ও শাশুড়িকে ঘর থেকে নামিয়ে দেয়া এবং শ্বশুরকে মারধর করার অভিযাগ রয়েছে। গত ২৩ অক্টোবর তার শ্বশুর ভবসিন্ধু বৈরাগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মনিকাকে অফিসে আসতে চিঠি দেয়া হলেও তিনি আসেননি। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় সমাজসেবা কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে ভবসিন্ধুর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মনিকা কোনভাবেই তার শ্বশুর-শাশুড়িকে মেনে নিতে পারবে না বলে জানিয়ে দেয়। পরে মনিকাকে রাতেই আটক করে তার কার্যালয়ে আনার পর সে অকপটে সবকিছু স্বীকার করেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে মনিকার বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়। তাদের সঙ্গে কোন ধরনের খারাপ ব্যবহার কিংবা ঘর থেকে নামিয়ে দিতে চাইলে প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস তার দেয়া রায় সম্পর্কে বলেন, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি অথবা বাবা-মাকে খাবার না দেয়া ও তাদের মানসিক এবং শারীরিক নির্যাতনের বিরুদ্ধে এই রায়টি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। মনিকার শ্বশুর ভবসিন্ধু বৈরাগী জানান, তাদের খাবার দেয়া বন্ধ করে গত ছয় মাস ধরে তাকে ও তার স্ত্রী বিমলা অধিকারীকে ঘর থেকে নামিয়ে দেয় মনিকা। তারা রান্নাঘরে রান্না করতে গেলে মনিকা তাদের গালিগালাজ করে মারধর করে। বিষয়টি তাদের ছেলে খোকন জানলেও সে তার স্ত্রী মনিকার ওপর কোন কথা বলতে পারেন না।
×