ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বহু সংস্কৃতি সমাজ নির্মাণে জার্মানি সম্পূর্ণ ব্যর্থ॥ মেরকেল

প্রকাশিত: ০৮:৫৪, ২৬ অক্টোবর ২০১৯

 বহু সংস্কৃতি সমাজ  নির্মাণে জার্মানি  সম্পূর্ণ ব্যর্থ॥  মেরকেল

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, জার্মানিতে অভিবাসীদের একীভূত করতে এখনও অনেক কিছু করা বাকি। কারণ একটি বহু সংস্কৃতির সমাজ নির্মাণের প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চলতি মাসের শুরুতে পটসডামে তিনি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) পার্টির তরুণ সদস্যদের বলেন, আমরা সবাই ছেলেমানুষি করছি। বিবিসি। মেরকেল বলেন, ১৯৬০ সালের প্রথমদিকে জার্মানির সরকার বিদেশীদের তাদের দেশে প্রবেশের আমন্ত্রণ জানিয়েছিল, তবে সত্যিকার অর্থেই সম্ভবত বিশ্বাস করতে পারেনি তারা থেকে যাবে। তিনি বলেন, আমরা বলেছিলাম, তারা থাকবে না, কোন সময় তারা চলে যাবে। তবে এটা বাস্তবতা নয়। তিনি আরও বলেন, তবে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা লোকজনের পাশাপাশি বসবাসের ধারণা কাজ করেনি, এবং আরও অনেক জার্মান মনে হয় এ বিয়য়ে একমত হবেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে জার্মানির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বিশ্বাস করে জার্মানি বিদেশী লোকে ভরে গেছে। মনভাবে পরিবর্তন মেরকেলকে অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে যারা জার্মান সমাজে খাপ খাওয়াতে প্রচেষ্টা চালায়নি। যদিও সে ব্যাপকভাবে একীভূত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, মেরকেল পরিষ্কার করেছেন যে, জার্মানিতে অভিবাসীদের স্বাগত জানানো এখনও অব্যাহত রয়েছে।
×