ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শাহ মোহাম্মদ সগিরের লেনদেন স্থগিত

প্রকাশিত: ১২:১৫, ১৫ অক্টোবর ২০১৯

শাহ মোহাম্মদ সগিরের লেনদেন স্থগিত

অনিয়ম করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার শাহ মোহাম্মদ সগির এ্যান্ড কোম্পানি লিমিটেডের ডিপোজিটরি পার্টিসিপেন্টে (ডিপি) সনদ স্থগিত করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান জানিয়েছেন, মাসে দুইবার সেটেলমেন্ট ব্যর্থতার কারণে ডিএসইর নির্দেশে স্টক ব্রোকার শাহ মোহাম্মদ সগির এ্যান্ড কোম্পানির লেনদেন স্থগিত রাখা হয়েছে। এছাড়া স্টক ব্রোকারটির সমন্বিত গ্রাহক হিসাবে ১ কোটি ৯৮ লাখ টাকা ঘাটতি রয়েছে। শাহ মোহাম্মদ সগির এ্যান্ড কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের ৬টি অভিযোগ কাস্টমার কমপ্লেইন্ট এ্যাড্রেস মডিউল’ (সিসিএএম)- এর মাধ্যমে বিএসইসিতে জমা পড়েছে বলেও জানান সাইফুর রহমান। -অর্থনৈতিক রিপোর্টার ১৮ লাখ শেয়ার বেচবে ওয়েস্টার্ন মেরিনের পরিচালক শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের দুই পরিচালক কোম্পানিটির ১৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ওয়েস্টার্ন মেরিনের পরিচালক আরিফুর রহমান খান কোম্পানিটির ৬ লাখ শেয়ার বিক্রি করবে। এছাড়া কোম্পানির উদ্যোক্তা পরিচালক সাইফুল ইসলাম কোম্পানিটির ১২ লাখ শেয়ার বিক্রয় করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রয় করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×