ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্কার জয়ী জেন ফন্ডা গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৭, ১৩ অক্টোবর ২০১৯

অস্কার জয়ী জেন ফন্ডা গ্রেফতার

অস্কারজয়ী জেন ফন্ডাকে শুক্রবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে তিনি জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছিলেন। এনবিসি ও এএফপি। ৮১ বছর বয়সী জেন ফন্ডা একাধারে হালিউড অভিনেত্রী, অধিকার কর্মী ও এ্যারোবিক্স গুরু। সরকারী ভবনের সামনে ১০ মিনিটের বিক্ষোভকালে আরও কয়েকজনের সঙ্গে ফন্ডাকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ অবৈধ বিক্ষোভের দায়ে ১৫জনকে গ্রেফতার করেছে। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ফন্ডা সম্প্র্রতি লস এ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, তিনি চার মাসের জন্য ওয়াশিংটনে অবস্থান করবেন। সুইডিশ এ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গের মতো তিনিও বিশ্ব উষ্ণায়নবিরোধী লড়াইয়ের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এদিকে গ্রেফতারের আগে ফন্ডা ছোট্ট সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মানুষের কারণে এই জলবায়ু সঙ্কট তৈরির তীব্র সমালোচনা করেন এবং বলেন, তিনি এবং অন্য কর্মীরা প্রতি শুক্রবার বেলা ১১টায় ঝড়, বৃষ্টি, তুষারপাত সকল কিছু উপেক্ষা করেই ক্যাপিটল হিলের সামনে হাজির হবেন। তিনি আরও বলেন, এটি একটি যৌথ সমস্যা এবং এর জন্য অবিলম্বে যৌথ পদক্ষেপ নিতে হবে। কাশ্মীরে কাল থেকে চালু মোবাইল দুই মাসের ওপর বন্ধ থাকার পর সোমবার থেকে হচ্ছে কাশ্মীরের সব পোস্টপেইড মোবাইল সংযোগ। আগস্টের শুরুতে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার সময়ে নানা বিধিনিষেধের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় সেখানকার সব ধরনের মোবাইল সংযোগ। শনিবার কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সোমবার দুপুর থেকে সব অপারেটরের পোস্টপেইড সংযোগ চালু হচ্ছে। ইন্ডিয়া টুডে। ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে কাশ্মীরে আগস্টের শুরু থেকেই সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত সেনা সদস্য। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। বন্ধ করে দেয়া হয় টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। দুই মাস পার হলেও কাশ্মীরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে ভারত সরকার। কাশ্মীরের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়া হলেও মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত মাসে সরকার ল্যান্ডলাইন সংযোগ সচল করে দেয়। তবে কাশ্মীরের খুব অল্প কিছু বাড়িতে এখনও এই সংযোগ ব্যবহার করা হয়।
×