ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আওয়ামী লীগের পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৮:২৬, ১২ অক্টোবর ২০১৯

 বগুড়ায় আওয়ামী লীগের পাল্টা সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন,আওয়ামী লীগ সুষম উন্নয়নে বিশ্বাসী, সারাদেশের মতো বগুড়াতেও উন্নয়ন হচ্ছে। বিএনপি বগুড়ার উন্নয়নের দাবি তোলার আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। বগুড়ার সহজ-সরল মানুষকে বার বার ব্যবহার ও বোকা বানিয়ে বিএনপি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভোটের কলোনি বানানোর চেষ্টা করেছে। সম্প্রতি বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে বগুড়া জেলা আওয়ামী লীগদলীয় বক্তব্য তুলে ধরতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। উন্নয়নের দাবি তোলার নামে জেলা বিএনপির অপরাজনীতির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির সংসদ সদস্য যেসব দাবি তুলে ধরেছেন, সেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ কারণে বিএনপির সংসদ সদস্য উন্নয়নের দাবিদার সাজার অপচেষ্টা করেছেন। কারণ ওই সব উন্নয়নের দাবি ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা মমতাজ উদ্দিন বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উত্থাপন করেছিলেন। শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
×