ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের বিষয়ে পদক্ষেপ নিন- সিঙ্গাপুরকে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:২৬, ৫ অক্টোবর ২০১৯

রোহিঙ্গাদের বিষয়ে পদক্ষেপ নিন- সিঙ্গাপুরকে প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার যাতে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি করে, সেজন্য ভূমিকা রাখতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হিং স্যুয়ি কেট শুক্রবার সন্ধ্যায় নয়া দিল্লীর তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এই আহ্বান জানান। খবর বিডিনিউজের। পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হিং স্যুয়ি কেট বাংলাদেশের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি বলেছেন, রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ। ‘সিঙ্গাপুর যখন চেয়ারে (আসিয়ান) ছিল তখন তো এটা তুলে এনেছিল। আপনারা একটু নক করেন যেন রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরে যেতে পারে।’ সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে দ্রুত উন্নয়ন-অগ্রগতি কীভাবে হচ্ছে, তাও জানতে চেয়েছিলেন বলে জানান পররাষ্ট্র সচিব। ‘প্রধানমন্ত্রী ওই সময় বাংলাদেশকে এগিয়ে নিতে তার অভিজ্ঞতার কথা সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীকে তুলে ধরেন।’ সচিব বলেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার সম্পর্কে জানতে চান সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার অগ্রাধিকার কৃষি ও শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি করে গড়ে তোলা। সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
×