ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পিসিএ’র বর্ষসেরা স্টোকস

প্রকাশিত: ১২:০৫, ৪ অক্টোবর ২০১৯

পিসিএ’র বর্ষসেরা স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে বেন স্টোকসের। সদ্য সমাপ্ত এ্যাশেজ সিরিজেও তার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। এবার তারই পুরস্কার পেলেন ইংলিশ অলরাউন্ডার। প্রফেশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (পিসিএ) বিচারে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাটিতে ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছেন স্টোকস। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ৮৪ রানের সুবাদেই প্রথমবার বিশ্বকাপ উঁচিয়ে ধরে ইংলিশরা। এরপর হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেলেন ১৩৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস। তার সেই পারফর্মেন্সের সৌজন্যেই সমতায় ফিরে ইংল্যান্ড। তার যোগ্য হিসেবেই এই পুরস্কার নিজের শোকেসে তুলেছেন ২৮ বছর বয়সী বেন স্টোকস। পিসিএ পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টোকস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কঠিন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি চাঁদে হাঁটছি। খেলোয়াড়রা মনে করেছে আমি পিসিএ প্লেয়ার্স হওয়ার যোগ্য। এই পুরস্কার যখন জিতবেন তখন নিশ্চিত ব্যক্তিগতভাবে আপনি গর্ব করতে পারেন। কেননা এটা আমার সহকর্মীদের দেয়া ভোটে জেতা পুরস্কার। আমার কাছে এই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ। ভোট দিয়ে যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে স্টোকস প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। স্টোক এ সময় আরও বলেন, ‘এই ধরনের পুরস্কার পেলে স্বাভাবিকভাবেই খুব গর্ব হয়। ২০১৯ সালে আমরা দল হিসেবে দুর্দান্ত খেলেছি। বিশ্বকাপ জেতার পাশাপাশি এ্যাশেজেও আমরা পিছিয়ে থাকার পর ড্র করেছি। ফলে আমার দলের জন্যও আমি গর্বিত।’ পিসিএ বর্ষসেরার দৌড়ে বেন স্টোকসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রায়ান হিগিনস, ডমিনিক সিবলি ও সাইমন হারমার। ভোটে তাদের হারিয়ে শেষের হাসিটা বেন স্টোকসই হাসলেন। মেয়েদের মধ্যে দ্বিতীয়বারের মতো ‘উইমেন্স প্লেয়ার অব দ্য সামার’ জিতেছেন সোফি একলেস্টন। ‘ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন টম বেনটন। ওয়ানডে ও টেস্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন যথাক্রমে ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড।
×