ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

১৫০ টাকার জন্য দুই শিশুর গায়ে এসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৯:২০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 ১৫০ টাকার জন্য দুই শিশুর গায়ে এসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ সেপ্টেম্বর ॥ চাটমোহর উপজেলায় ১০৫ টাকার জন্য দুই শিশুর গায়ে ব্যাটারির এসিড নিক্ষেপ করেছে এক কিশোর। অভিযুক্ত কিশোরের নাম মনি হোসেন। আহত শিশুরা হলো- উপজেলার বেজ পাটিয়াতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১২) ও হান্ডিয়াল বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে রতন সরকার (১০)। অভিযুক্ত মনি সোনাবাজু গ্রামের রতন আলীর ছেলে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে উপজেলা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, শরিফুলের কাছে পাওনা ১০৫ টাকা আদায় করতে না পেরে শনিবার রাতে হান্ডিয়াল বাজারে একটি ডেকোরেটর দোকানে শরিফুল ও রতনকে ধরে শরীরে ব্যাটারির এসিড পানি নিক্ষেপ করে মনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর তাদের পুলিশের সহায়তায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×