ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিসের বিরুদ্ধে আগামী সপ্তাহে অনাস্থা ভোট

প্রকাশিত: ০৯:১০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 বরিসের বিরুদ্ধে  আগামী সপ্তাহে  অনাস্থা ভোট

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে আগামী সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসনকে সরিয়ে দিতে এ ভোট হতে পারে। এর আগে গত শুক্রবার এসএনপি প্রধান নিকোলা স্টারজিওন আগাম নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেই সরকারের প্রধান হিসেবে প্রধান বিরোধী দল লেবার নেতা জেরেমি করবিনকে সমর্থন করবেন বলে ইঙ্গিত দেন। বিবিসি। এসএনপি দলের এক জ্যেষ্ঠ নেতা স্টুয়ার্ট হোসি জানান, ৩১ অক্টোবর চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে অনাস্থা ভোটের পদক্ষেপই একমাত্র পথ। এদিকে বরিস বলেছেন, সরকার আইন মেনে চলবে এবং যথাসময়েই ব্রেক্সিট হবে। ৩১ অক্টোবরের মধ্যেই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস অঙ্গীকারাবদ্ধ।
×