ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে নারী কর্মীর সংখ্যা

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে নারী কর্মীর সংখ্যা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। তবে ধীরে ধীরে দেশের সব ক্ষেত্রেই নারী কর্মীদের সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশের ব্যাংকগুলোতে মোট কর্মীর সংখ্যা একলাখ ৬৯ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ২৫ হাজার ৭৭১ জন নারী। অর্থাৎ ব্যাংকে নারী কর্মীর অংশগ্রহণ ১৫ দশমিক ১৭ শতাংশ। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকে নারী কর্মীর হার ছিল ১৪ দশমিক ৮৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লৈঙ্গিক সমতা বিষয়ক জুন ভিত্তিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। দেশের ৫৮টি ব্যাংকের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুন পর্যন্ত দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল) নারী কর্মীর অনুপাত ছিল প্রায় ১৭ শতাংশ। এই ব্যাংকগুলোতে পুরুষ কর্মীর সংখ্যা ছিল ৪২ হাজার ৭৮৮; যেখানে নারী কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার ২৬২। এছাড়া, রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি বিশেষায়িত ব্যাংকে (বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব ও প্রবাসী কল্যাণ ব্যাংক) নারী কর্মীর অনুপাত ছিল ১৪ শতাংশ। এই ব্যাংক তিনটিতে পুরুষ কর্মী ছিল ১০ হাজার ৬৭০ এবং নারী কর্মীর সংখ্যা ছিল ১ হাজার ৪৯৫। বেসরকারী ৪০টি ব্যাংকে নারী কর্মীর অনুপাত ছিল ১৮ দশমিক ৩৩ শতাংশ। এ খাতের ব্যাংকগুলোতে পুরুষ কর্মীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৭১১ এবং নারী কর্মীর সংখ্যা ছিল ১৬ হাজার ৭৬। বিদেশী ৯টি ব্যাংকে নারী কর্মীর অনুপাত প্রায় ৩২ শতাংশ। এই ব্যাংকগুলোতে পুরুষ কর্মী ছিল দুই হাজার ৯৩৫ এবং নারী কর্মী ছিল ৯৩৮ জন। ব্যাংকের বিভিন্ন পর্যায়ে পদক্রম ও বয়সভেদে নারী কর্মীদের অবস্থান তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে। এতে দেখা যায়, ব্যাংকের পর্ষদে ১৩ দশমিক ৩৪ শতাংশ নারীর অংশগ্রহণ রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পর্ষদে ১৪ দশমিক ২৯ শতাংশ নারী রয়েছেন। এছাড়া, বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর পর্ষদে নারীর অংশগ্রহণ ১৪ শতাংশ। বিদেশী ব্যাংকের পর্ষদে সাত দশমিক ৬৯ শতাংশ নারী পরিচালক রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মোট কর্মরত নারী কর্মকর্তাদের মধ্যে কর্মসংস্থান বদলের হার প্রায় ৪ শতাংশ। প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, গত জুন পর্যন্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) নারী কর্মীর অংশগ্রহণ ছিল ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক খাতে উচ্চপর্যায়ে কর্মরত নারীর অনুপাত ৮ দশমিক ৪৯ শতাংশ। মধ্যবর্তী পর্যায়ে কর্মরত নারীর অনুপাত ১৫ শতাংশ। ব্যাংকে নতুন চাকরি শুরু করা নারীর অনুপাত ১৫ শতাংশ।
×