ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৯:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 জাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর  যৌন হয়রানির অভিযোগ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রী। বিভাগে যৌন হয়রানির অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ওই ছাত্রী ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ছাত্রী গত ১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সানওয়ার সিরাজের বিরুদ্ধে বিভাগীয় সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে তিনি গত এক বছর ধরে যৌন হয়রানির অভিযোগ করে লড়ে আসছিলেন। দীর্ঘদিন অভিযোগ করেও কোন বিচার না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। অবশেষে গত ২৩ সেপ্টেম্বর রাতে ২৬টি ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন বলেন জানা যায়। গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়। ওই ছাত্রী এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
×