ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ব্যক্তি ও পরিবারের জন্য মনঃশিক্ষণ গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ০৯:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 মাদকাসক্ত ব্যক্তি ও পরিবারের জন্য মনঃশিক্ষণ গুরুত্বপূর্ণ

স্টাফ রিপোর্টার ॥ মাদক নির্ভরশীল অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের জন্য ‘মনঃশিক্ষণ’ কার্যক্রমের প্রতি গুরুত্ব দিচ্ছেন মাদক নিরাময় বিশেষজ্ঞরা। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসায় তাদের আশপাশের বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে সাইকোলজিক্যাল জ্ঞান ছড়িয়ে দিতে পারলে মাদকাসক্তি থেকে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব বলেও মনে করেন তারা। শুক্রবার সাভারের বিরুলিয়ায় বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা, সহায়তা পুনর্বাসন কেন্দ্রে (বারাকা) মনঃশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) মুকুল জ্যোতি চাকমা। বারাকা পরিচালক ব্রাদার রবি পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসির সহকারী পরিচালক মোঃ খোরশিদ আলম, সুব্রত সরকার, বারাকা ম্যানেজিং কমিটির সদস্য মাইকেল বটলের। প্র্রধান অতিথির বক্তব্যে ডিএনসির উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, মাদক আমাদের সমাজের জন্য একটি বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানে আমাদের সবার কাজ করতে হবে। আমাদের মতো আইন প্রয়োগকারী সংস্থার পাশাপশি বারাকার মতো নিরাময় কেন্দ্রগুলো কাজ করে যাচ্ছে। মনঃশিক্ষণ কার্যক্রম এসব কেন্দ্রে সফল হবে আশা করি। অনুষ্ঠানে মনঃশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বারাকার সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী বলেন, সবার আগে আমাদের বুঝতে হবে যে, মাদকাসক্তি একটি রোগ। মাদক এক কেন্দ্রিক সমস্যা নয়, এর সঙ্গে অনেক বিষয় জড়িত।
×