ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রেশম বোর্ডের সহ-সভাপতি হলেন বাদশা

প্রকাশিত: ০৯:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

রেশম বোর্ডের সহ-সভাপতি হলেন বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সরকারের আগের মেয়াদেও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহ-সভাপতি হয়েছিলেন তিনি। এবারও তিনি একই পদে মনোনীত হয়েছেন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে মনোনয়ন দিয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। সম্প্রতি এ চিঠি ইস্যু করা হয়েছে। এর আগে ১৯ আগস্ট ফজলে হোসেন বাদশাকে এ দায়িত্ব দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় চিঠি দেয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আইন-২০১৩ এর ৬ (১) (খ) ধারা অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে মনোনয়ন দিয়েছেন স্পীকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে চিঠিটি দেয়া হয়েছে। নীলফামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৮২তম শাখার উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৮২তম শাখার উদ্বোধন করা হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলা ধর্মপাল ইউনিয়নের খেরকাটিহাটে। বৃহস্পতিবার ওই শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ। অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব, রাকাবের রংপুর বিভাগের জিএম মোঃ বদিউজ্জামান প্রধান প্রমুখ।
×