ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আন্দোলনের কারণ তদন্তে ইউজিসি কমিটি

প্রকাশিত: ১১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

আন্দোলনের কারণ তদন্তে ইউজিসি কমিটি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ॥ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের কারণ খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৫-সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অনশনসহ লাগাতার আন্দোলনের ৭ম দিনে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তদন্ত কমিটির প্রধান ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে অন্য সদস্যরা গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে এসে প্রবেশ করেন এবং তাদের তদন্ত কাজ শুরু করেন। প্রথমেই তারা সেখানে অবস্থানরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, বিশ্ববিদ্যালয়ে যাতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেজন্য তারা সচেষ্ট থাকবেন। এজন্য তারা সকলের সহযোগিতাও কামনা করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে যান ও তদন্ত কাজ শুরু করেন। তারা আরও জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারা গোপালগঞ্জে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় তদন্ত শেষ করবেন। তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোঃ কামাল হোসেন ও উপ-পরিচালক মৌলি আজাদ। বুধবার রাতে তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে থাকবেন। এদিকে শিক্ষার্থী ও সাংবাদিকদের নিয়ে একটি বেসরকারী টেলিভিশনে ভিসির দেয়া আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ-সম্মেলন, ঝাড়ু মিছিল করেছে বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ-সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য পাঠ করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব।
×