ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘নারী, শিশু ও প্রতিবন্ধীদের প্রকল্প দ্রুত পাস করা হবে’

প্রকাশিত: ১১:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯

‘নারী, শিশু ও প্রতিবন্ধীদের প্রকল্প দ্রুত পাস করা হবে’

স্টাফ রিপোর্টার ॥ নারী, শিশু, শারীরিক প্রতিবন্ধী বা পিছিয়ে পড়াদের নিয়ে নতুন নতুন প্রকল্পের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসব প্রকল্প এলে দ্রুত পাস করিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘রুট টু রাইটস : চিলড্রেন্স আর স্পিকিং আপ’ শীর্ষক এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। কয়েকটি বেসরকারী সংস্থা (এনজিও) এ অনুষ্ঠানের আয়োজন করে। এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর আচার-আচরণে বাচ্চাদের প্রতি বিশেষ স্নেহ-মায়া আমরা লক্ষ্য করি। বিশেষ করে যেসব বাচ্চা প্রতিবন্ধী বা নানা কারণে পিছিয়ে আছে, তাদের জন্য তিনি আমাদের বলেন, খরচে উৎসাহ দেন।
×